কত সুন্দর এই দেশ.
আমার সুন্দর বাংলা দেশ,
কত সুন্দর এই দেশের মানুষ
আমার প্রানের বাংলাদেশ।
ছিলাম মোরা বঞ্চিত,শোষিত,উপক্ষিত-
আরো কত কি!
পেলাম মোরা স্বাধীন দেশ
শহিদ হলো লক্ষবীর।
যাদের রক্তের বিনিময়ে
পেয়েছি বাংলা
তাদের কথা দেশের মানুষ
কখনো ভুলবো না।
তাদেরি রক্তে পেয়েছি বাংলা
তাই তাদের করিবো শ্রদ্ধা,
তারা মোদের দেশের ছেলে
তারা মোদের ভাই
তাই তাহাদের আমরা শ্রদ্ধা করিতে চাই।
যুদ্ধে তাদের অনেক রয়েছে অবদান
তারা যুদ্ধ না করিলে,
স্বাধীনতা পেতাম না আর।
তাদেরি রক্তে পেলাম বাংলা
পেলাম স্বাধীনতা,
পৃথিবীর বুকে পেলাম একটা
স্বাধীন পতাকা।
আপনার মতামত লিখুন :