মোঃ মাহফুজুল হক (তুষার), শিশু বার্তা প্রতিনিধি জামালপুরঃ, জামালপুরের স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত শ্রীপুরের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে৷ ২০১৮ সালের জেএসসি, ২০১৯ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বুধবার (১৪ আগষ্ট) জামালপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর কুমারিয়া নাছুবা হাকিম বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোঃ মাহফুজ আহমেদ এর সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ সাদিকুর রহমান৷ অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন সরকারি আশেক মাহমুদ কলেজের সংবর্ধিত শিক্ষার্থী মোঃ মাহফুজুল হক তুষার৷ স্বাগত বক্তব্য প্রদান করেন আলোকিত শ্রীপুরের উপদেষ্টা মোঃ সাজ্জাদ হোসেন সুমন।
ছাত্রদের কাছে নিজের সফলতার গল্প তুলে ধরেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের ছাত্র মোঃ আনোয়ার সাদাত লোবন৷ ক্যারিয়ার গঠন অনুপ্রেরণা মূলক বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর মেডিকেল অফিসার ডা. আহসান হাবীব আদনান, বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক তানভীর আহমেদ পিয়াস, ঢাবির প্রাক্তন ছাত্র নাহিদ হাসান সরকার, এসকায়েফ ফার্মাসিউটিক্যালসের কিউসি এক্সিউটিভ রাশেদুল ইসলাম রাজ, বেক্সিমকো টেক্সটাইল এর সিনিয়র ম্যানেজার জাহাঙ্গীর আলম, দুদকের সহকারী পরিচালক রেজাউল করিম ৷
এছাড়াও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷ আলোচনা শেষে কৃতী শিক্ষার্থীদের পুরষ্কার তুলে ধরেন অতিথিবৃন্দ৷ বক্তারা শিক্ষার্থীদের জীবন গঠনমূলক গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন৷
আপনার মতামত লিখুন :