নিজস্ব প্রতিবেদকঃ
সাভার সিআরপির অভ্যন্তরে অবস্থিত উইলিয়াম এন্ড মেরী টেইলর স্কুলে, প্রতিবন্দ্বী বাচ্চাদের নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানটি গত ১৭ সেপ্টেম্বর দুপুর 2 টায় শুরু হয়ে এবং বিকেল 5 টায় সমাপ্ত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন sainburys argos asia Ltd UK retail office, ঢাকা থেকে আগত ভিজিটরগণ উক্ত অনুষ্ঠানে স্পেশাল চাইল্ড সাথে ভিজিটর গনও অঃশগ্রহণ করেন।
ছবি আঁকা, নাচ,পিলো পাস প্রভৃতি ক্রিয়াসূচির আয়োজন করা হয়।বাচ্চাদের আনন্দ বিনোদনের জন্য অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে ভিজিটর গন বিজয়ীদের হাতে পুরষ্কার প্রদান করেন।
প্রতিযোগীতায় পরাজিত শিশুদের মাঝেও স্বান্তনামুলক পুরষ্কার প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :