মর্গে বাবার নিথর দেহ পড়ে আছে।কিন্তু প্রয়োজন যে বাধা মানে না।তবুও শেষ বারের মতো বাবাকে দেখে চলমান এসএসসি পরীক্ষায় বসেছেন সানজিদা ইসলাম রিয়া (১৭) নামের এক শিক্ষার্থী।এমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটছে
বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নে।
জানা গেছে, মঙ্গলবার (২ মে) রাতে নির্বাচনী প্রতিহিংসার জেরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে স্ত্রী, ছেলে-মেয়ের সামনেই কুপিয়ে হত্যা করা হয় সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম পনুকে।
পনুর মরদেহ ময়নাতদন্তের জন্য রাতেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে পুলিশ।সকালে হাসপাতালের মর্গে বাবাকে শেষ দেখা দেখে পরীক্ষা কেন্দ্রে যায় সানজিদা।
পনু মিয়ার স্ত্রী ও পরীক্ষার্থী সানজিদার মা ছবি আক্তার বলেন, রাতে ঠান্ডা বাহিনীর ২০ থেকে ২৫ জন লোক রামদা, টেঁটা দিয়ে আমাদের সামনেই আমার স্বামীকে কুপিয়ে মেরে ফেলেছে।
আয়লা মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রসচিব ধীমান চন্দ্র রায় বলেন, সানজিদা আমাদের এখানে পরীক্ষা দিচ্ছে। আমরা তাকে যথেষ্ট মানসিক সাপোর্ট দিয়েছি। ভালোভাবেই পরীক্ষা দিয়েছে সে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ইতোমধ্যে উভয় পক্ষের ৭-৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, নিহত শফিকুল ইসলামের মেয়ে সানজিদা ইসলাম রিয়া জর্জিয়া কিন্ডারগার্টেন থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন সানজিদা।
আপনার মতামত লিখুন :