সিরাজগঞ্জে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত


মুক্তার প্রামাণিক প্রকাশের সময় : ০১/১০/২০২২, ১১:৪২ PM
সিরাজগঞ্জে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ক্ষিদ্রমাটিয়া যমুনা নদীর তীরে অনুষ্ঠিত হয় দুইদিন ব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা।

ক্রমান্বয়ে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) এবং ১লা সেপ্টেম্বর শনিবার যমুনার তীরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নৌকা বাইচকে কেন্দ্র করে নদীর দুই পাড়ে বসে গ্রাম্য মেলা। শিশু থেকে বৃদ্ধ প্রায় সব বয়সী মানুষেরই আনাগোনা দেখা গেছে নদীর দুই পাড়ে। নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নেয় মোট ২০ টির মতো নৌকা ।

বেলকুচি পৌরসভা ও ক্ষিদ্রমাটিয়া-মুকুন্দগাতি গ্রামবাসীর উদ্যোগেৎ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম সাজেদুল।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম সাজেদুল বলেন, “ছোটবেলায় আমি অনেক নৌকা বাইচ দেখতাম৷ নৌকা বাইচ বাঙালির ঐতিহ্যের সাথে মিশে আছে।”

নৌকা বাইচ দেখতে আসা নবম শ্রেণী পড়ুয়া মুস্তাকিন নামে এক শিক্ষার্থী বলেন,“আমি এরকম বড় বড় নৌকা আগে দেখিনি, আজকে এত বড় বড় নৌকা আর এতো মানুষ দেখে খুবই ভালো লেগেছে।”

নৌকা বাইচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।